ডা. ফয়সলকে হত্যার হুমকিতে বিএমএর ক্ষোভ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীকে হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এই ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতারা বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কতিপয় দুর্বৃত্ত মোটরসাইকেলে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়।
