Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মাদকবিরোধী অভিযানে আড়াই হাজার গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সারা দেশে এক সপ্তাহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৭১৪টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শূন্য সহনশীলতা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে দেশব্যাপী চলমান পুলিশি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা জানান, আইজিপির প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশকে মাদকমুক্ত করা একটি অন্যতম প্রায়োরিটি। সেই ধারাবাহিকতায় ৭ দিনে পুলিশ ১৭১৪টি মামলায় ২৫৩০ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম