সাংবাদিক রাহাত খান গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খান গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাসা থেকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। তার স্ত্রী অপর্ণা খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান রাহাত খান। এক্স-রে করা হলে পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে তার। এরপর থেকে বাসায়ই বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।
স্ত্রী অপর্ণা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। এছাড়া করোনার প্রাদুর্ভাবের পর থেকে তিনি সার্বক্ষণিক বাসাতেই অবস্থান করছিলেন। তবে, ২-৩ দিন ধরে তিনি খাবার খেতে পারছিলেন না। রাহাত খানের দ্রুত সুস্থতার জন্য তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
