Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমানের স্ত্রীর ইন্তেকাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে নাঈম আরা হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেজ মেয়ে আফরুনা রহমান এই তথ্য জানান। নাঈম আরা হোসেন প্রায় দেড় মাস ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি করোনায় সংক্রমিত হলেও পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে তিনি নিউমোনিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতা নিয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন।

নাঈম আরা হোসেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম