চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চিকিৎসার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বেশ কিছুদিন পেটের ব্যথায় ভুগছেন তিনি। দেশে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার লন্ডনের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলে সেখানে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এক মাসে আমার তিনবার তীব্র পেটে ব্যথা হয়েছিল। ব্যথা এত মারাত্মক যে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারি না। চিকিৎসকরা আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছেন। করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা অ্যান্ডোস্কোপি এবং কোলনোস্কোপির মতো আরও কয়েকটি পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন।’
