Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আরব আমিরাতে আইপিএল

Icon

ক্রিকইনফো

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গত কিছুদিন ধরে চলা গুঞ্জনই সত্যি হল। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ টুর্নামেন্ট আইপিএলের ১৩তম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ইএসপিএন-ক্রিকইনফো। গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে। টি ২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসার পরদিনই এলো এই খবর। বিশ্বকাপ স্থগিত হওয়া একরকম নিশ্চিতই ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড অপেক্ষা করছিল কেবল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার জন্য। প্যাটেল জানান, আরব আমিরাতে আয়োজনের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তারা।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম