বন্দরে শামসুজ্জোহা স্কুলে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরের শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর্থিক অব্যবস্থাপনা, অদক্ষতা, অর্থ আত্মসাৎ, জালিয়াতি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে ম্যানেজিং কমিটি সূত্র জানায়। জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটি ও ইউএনও কর্তৃক গঠিত পৃথক দুটি তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক এরশাদ উল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে অভিযুক্ত করা হয়। সভায় স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি মুছাপুর ইউপি চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন জানান, ছুটির আবেদন না করেই তিনি ১১ জুলাই থেকে বাড়িতে অবস্থান করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজনে তিনি কোনো প্রস্তুতি বা দিক নির্দেশনা দেননি। এমনকি উক্ত জাতীয় অনুষ্ঠানে তিনি অনুপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, কমিটির সভাপতির অনুমোদনক্রমে ও স্বাক্ষরিত সাময়িক বরখাস্তপত্র এরশাদ উল্লাহকে ইস্যু করা হয়েছে।
