Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সরকার চেষ্টা করছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর

-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সরকার চেষ্টা করছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এবারের বন্যায় নিচু এলাকার জনগণ ও পশুপাখির অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় একেক ইউনিয়নের ১০ হাজার, ১৫ হাজার পরিবারকে খাবার দিয়ে সহায়তা করেছেন। প্রায় ২৩ হাজার লোককে দুই হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে। করোনার সময় শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী, প্রশাসন, পুলিশ গ্রামে গ্রামে গিয়ে প্রায় ৬০ হাজার পরিবারকে সহায়তা দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো দরদি। মানবতার জন্য গরিব দুঃখী মানুষের পরিবর্তনের কথা ভাবেন।

মন্ত্রী শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও কৃষকদের মধ্যে সার, বীজসহ শিশুদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।

কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের শাক ও সবজি বীজ এবং মাষকলাই উৎপাদন বৃদ্ধিতে ১২০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ, এ ছাড়া ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ৫০০ পরিবারের মধ্যে শিশুখাদ্য ও প্রাণিখাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম