সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে তিনজনকে হত্যাচেষ্টা
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে মহিলাসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নূপুর আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় সন্ধ্যায় সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী সামসুল ইসলামের দীর্ঘদিন ধরে বাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে শনিবার দুপুরে সামসুল ইসলামের নেতৃত্বে রফিকুল ইসলাম, ছালেহা, মৌসুমীসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক, দা, রাম দায়ে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ সময় পার্শ্ববর্তী বাড়ির নূপুর আক্তার নজরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে এলে তাকে ও সূর্যী বেগমকে পিটিয়ে আহত করে।
আহত ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে বিরোধে আমাকে একা পেয়ে সামসুলের নেতৃত্বে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় পঞ্চাশোর্ধ্ব সূর্যী বেগম ও নুপূর নামের দু’জনকে পিটিয়ে আহত করেছে। অভিযুক্ত সামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের জমি দীর্ঘদিন নজরুল ইসলাম দখল করে আছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
