বন্দরে বাকি টাকা চাওয়ায় কুপিয়ে জখম
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে হোটেলে বাকিতে খাওয়ার টাকা চাওয়ায় হোটেল মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে অপর এক হোটেলের কর্মচারী। পাওনা টাকা চাওয়ায় হোটেল মালিক আবদুর ওহাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হোটেল কর্মচারী সাগর। শনিবার ১৯নং ওয়ার্ডের বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী হোটেল মালিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।
হোটেল ব্যবসায়ী আবদুল ওহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা গেটের সামনে একটি হোটেল চালিয়ে সংসার চালিয়ে আসছেন। জানুয়ারি মাসে মদনগঞ্জ ওসমান কেবিন নামে একটি হোটেলে কর্মরত সাগর তার হোটেল থেকে বাকিতে খাবার খায়। সাগরের কাছে টাকা চাইলে সে টাকা দিবেদিচ্ছি বলে তালবাহানা করে। শনিবার সকালে সাগরের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
