Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ওয়েবিনারে তথ্য

দেশে সাপের কামড়ে বছরে ৭ হাজার মানুষের মৃত্যু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশে সাপের কামড়ে বছরে ৭ হাজার মানুষের মৃত্যু

দেশে সাপের কামড়ে প্রতি বছর আক্রান্ত হচ্ছেন সাত লাখ মানুষ। আর এতে প্রতিদিন অন্তত ১৬ থেকে ২০ জন মানুষ মারা যাচ্ছে, বছরে মৃত্যু ছয়-সাত হাজারে গিয়ে ঠেকছে। বর্ষাকালে প্রত্যন্ত অঞ্চলের সাপে কাটা রোগী হাসপাতালে আনার পথে মৃত্যু ঘটে। গ্রামাঞ্চলে অ্যান্টিভেনম না থাকায় অনেক ক্ষেত্রে মানুষজন বাধ্য হয়ে ওঝার শরণাপন্ন হচ্ছে। এতে মৃত্যুর ঘটনা আরও বাড়ছে। ফলে মাতৃমৃত্যুর চেয়ে সাপের কামড়ে মৃত্যুর হার বেশি।

তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালন উপলক্ষে শনিবার এক অনলাইন ভিডিও কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের চতুর্থ এইচপিএনএসপি’র আওতায় বাস্তবায়নাধীন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত ছিলেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বারদান জুং রানা। আলোচক হিসেবে ছিলেন অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এমএ ফয়েজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, ঢাকা মেডিকেল কলেজের ডা. রোবেদ আমিন, সংক্রামক ব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. আরিফুল বাশার শিমুল।

এবিএম খুরশিদ আলম বিভিন্ন সাপ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সর্প দংশন চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শৈলকূপা, ঝিনাইদহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটহাজারীকে সার্টিফিকেট প্রদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম