Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ওয়াচডগের ভূমিকা পালন করছেন সাংবাদিকরা

-ঢাবি উপাচার্য

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ওয়াচডগের ভূমিকা পালন করছেন সাংবাদিকরা

‘তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ৩৫ বছরে পা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এ উপলক্ষে শনিবার সমিতির কার্যালয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনলাইনে যুক্ত হন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ডুজা সভাপতি রায়হানুল ইসলাম আবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসাইনের পরিচালনায় সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের উদ্দেশে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের ওয়াচডগের ভূমিকা পালন করছ। তোমাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অন্য ধরনের। কারণ, তোমরা সামগ্রিকভাবে জাতীয় পর্যায়ে আমাদের সম্মান তুলে ধর।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে, এতে সাংবাদিকদের অসামান্য ভূমিকা রয়েছে। নানা জুলুম, হুমকি, মৃত্যুভয় তুচ্ছ করে তারা তখন কাজ করেছে। জাতীয় পর্যায়ের এসব সাংবাদিকই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে যুক্ত ছিল। এখনও বিভিন্ন গণমাধ্যমে এ সমিতির সদস্যরা নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাইব তারা বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরুক। আমাদের ত্রুটি-বিচ্যুতি হলেও সেটা সুন্দরভাবে তারা তুলে ধরবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম