Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সিরাজদিখানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিরাজদিখানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে শনিবার নয়ন শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, মুন্সীগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে উপজেলার কাঁঠালতলী (বটতলা তেমাথা) এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী ইছাপুরার আওলাদ শেখের ছেলে। সে দীর্ঘদিন ধরে সিরাজদিখানসহ আশপাশের এলাকায় অভিনব কৌশলে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। স্থানীয়রা জানান, নয়ন এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম