Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাষ্ট্রপতিকে অ্যামনেস্টির চিঠি

ড. মোর্শেদকে অব্যাহতি মানবাধিকারের লঙ্ঘন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার সংগঠনটির ওয়েবসাইটে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর লেখা একটি চিঠিতে এ মন্তব্য করা হয়।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক সুলতান মুহাম্মদ জাকারিয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। ড. মোর্শেদ ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া এবং চাকরিতে পুনর্বহালের বিষয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। চিঠিতে ড. মোর্শেদের নিরাপত্তাসহ একাধিক বিষয়ে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

‘পদচ্যুত অধ্যাপক হুমকিতে’ শীর্ষক চিঠিতে বলা হয়- অধ্যাপক মোর্শেদ রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি হয়েছেন। পত্রিকায় মতপ্রকাশের জন্য তাকে পেশাগত অবস্থান থেকে সরিয়ে দেয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে তিনি একাধিক হত্যার হুমকিও পেয়েছেন। দোষী প্রমাণিত হলে অধ্যাপক মোরশেদ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। এমতাবস্থায় রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। অ্যামনেস্টি জানায়, পত্রিকায় মতপ্রকাশের কারণে ড. মোর্শেদকে হয়রানি, ভয় দেখানোর বিষয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা ছাড়া তাকে ‘নৈতিক স্খলন’ বা ‘অদক্ষতা’ এর ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শুধু মতপ্রকাশের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এ জাতীয় অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার’ বিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম