Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সরকারি কোয়ার্টারের ছাদে পাওয়া লাশের পরিচয় মিলেছে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর তেজগাঁও এলেনবাড়ি সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। তার নাম জুলেখা বেগম (৩২)। বাড়ি কুমিল্লার মুরাদনগরে। ঢাকায় পল্লবীর আলোকদি এলাকায় বড় বোন মায়ার সঙ্গে তিনি থাকতেন। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এলেনবাড়ি সরকারি স্টাফ কোয়ার্টারের ছয়তলা বিশিষ্ট ২ নম্বর ভবনের ছাদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, জুলেখা ‘ভাসমান পতিতাবৃত্তি’ করে জীবিকা নির্বাহ করত বলে তার বোন মায়া জানিয়েছে। করোনাকালে তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় মায়ার বাসায় সে থাকত। চলতি মাস থেকে জুলেখা আবার ভাসমান পতিতাবৃত্তির কাজ শুরু করে। সে বাসায় যেত না। কোথায় থাকত সে বিষয়েও মায়া কিছুই জানেন না।

ওসি সালাউদ্দিন আরও জানান, এলেনবাড়ি সরকারি স্টাফ কোয়ার্টার কম্পাউন্ডে দুটি ছয়তলা ভবন। ভবন দুটিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের বসবাস। কোয়ার্টারে কোনো নিরাপত্তা কর্মীও নেই। ভবন দুটিতে কারা, কখন প্রবেশ করছে সে বিষয়ে কোনো তথ্য সংরক্ষণ করা হয় না। বস্তাবন্দি লাশ ওই ভবনের ছাদে কারা নিয়ে গেছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। পুলিশের ধারণা, ওই ভবনের কেউ অথবা বাইরের কেউ বুধবার রাতে তাকে হত্যা করেছে। এ বিষয়ে জুলেখার বোন মায়া বাদী হয়ে শনিবার তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম