Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে ৩৫শ’ কৃষক বিনামূল্যে ধানের বীজ পেলেন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে ৩ হাজার ৫শ’ কৃষকের মাঝে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ প্রণোদনা বিতরণ করেন মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিকের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম