সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের নেতৃত্বে আদমজী-২নং, ঢাকেশ্বরী-জালকুড়ি, সানারপাড়, চিটাগাং রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- মাসুম, বেদানা, নাজমুল হোসেন রবিন, জামাল ও সোহেল খান।
