কালিয়াকৈর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দেড় যুগ পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি পৌর-আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদভারে মুখর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ। সম্মেলনকে সফল ও সার্থক করতে ইতিমধ্যে ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র পোস্টার ব্যানার ও বিলবোর্ড ছেয়ে গেছে। কোথাও কোথাও তোরণ ও গেট নির্র্মাণ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উৎসবমুখর পরিবেশে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি কর্মসূচি। দ্বিতীয় পর্বে হবে কাক্সিক্ষত কাউন্সিলর শুধু দলীয় নেতাকর্মীদের নিয়ে। সেখানে নির্ধারণ করা হবে কারা হাল ধরছেন উপজেলা আওয়ামী লীগের। সম্মেলন উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, মির্জা আজম এমপি।
গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, দীর্ঘ দিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছে। সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ জানান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেছেন। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালিয়াকৈর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ
আজ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দেড় যুগ পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি পৌর-আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদভারে মুখর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠ। সম্মেলনকে সফল ও সার্থক করতে ইতিমধ্যে ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র পোস্টার ব্যানার ও বিলবোর্ড ছেয়ে গেছে। কোথাও কোথাও তোরণ ও গেট নির্র্মাণ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উৎসবমুখর পরিবেশে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি কর্মসূচি। দ্বিতীয় পর্বে হবে কাক্সিক্ষত কাউন্সিলর শুধু দলীয় নেতাকর্মীদের নিয়ে। সেখানে নির্ধারণ করা হবে কারা হাল ধরছেন উপজেলা আওয়ামী লীগের। সম্মেলন উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, মির্জা আজম এমপি।
গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ জানান, দীর্ঘ দিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছে। সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ জানান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেছেন। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।