Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সিরাজদিখানে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিরাজদিখানের লতব্দী ইউনিয়নে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। বুধবার উপজেলার লতব্দী ইউনিয়নের পরিষদ সড়কের লতব্দী বড় গোয়ালবাড়ী সংলগ্ন সড়কের খাদ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, লতব্দী সড়কের পাশে রক্ত ও রাস্তার পাশে খাদে লাশ দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিরাজদিখান সার্কেল এএসপি রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানার ওসি মুহাম্মদ রিজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। লাশের পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। রাতের কোনো এক সময় ছুরি দিয়ে হত্যা করে খালে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম