নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় আসামির ১০ বছরের সাজা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলার রায়ে একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দু’জনকে খালাশ প্রদান করেছে। বুধবার নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমাণের পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, এ মামলায় ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুমায়নকে ১০ বছরের সাজা প্রদান করেছেন আদালত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় আসামির ১০ বছরের সাজা
নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলার রায়ে একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দু’জনকে খালাশ প্রদান করেছে। বুধবার নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমাণের পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, এ মামলায় ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুমায়নকে ১০ বছরের সাজা প্রদান করেছেন আদালত।