Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় আসামির ১০ বছরের সাজা

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলার রায়ে একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দু’জনকে খালাশ প্রদান করেছে। বুধবার নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমাণের পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, এ মামলায় ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুমায়নকে ১০ বছরের সাজা প্রদান করেছেন আদালত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম