টঙ্গীতে ৩ নারীসহ চার প্রতারক গ্রেফতার
যুগান্তর রিপোর্ট, টঙ্গী
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গী মধ্যআরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তিন নারী প্রতারকসহ চারজনকে গ্রেফতার করে শুক্রবার গাজীপুর আদালতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতাররা হল- সাবানা আক্তার, সাথী আক্তার, ঝর্ণা ওরফে সুমি ও নাঈম আহমেদ রিশাদ। তাদের বিরুদ্ধে টঙ্গী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গির আলম রাজুর কাছ থেকে প্রতারণা করে নগদ ও বিকাশের মাধ্যমে ৩ লাখ ৭৮ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ২৪ নভেম্বর স্থানীয় মধুমিতা রোড এলাকায় টঙ্গী বাজারের নানা ওয়াহেদিয়া সুপার মার্কেটের কসমেটিক্স ব্যবসায়ী রাজুকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনে নারী প্রতারক সাবানা আক্তার। পরে ওই ব্যবসায়ীকে কৌশলে সাবানার সহযোগী সাথী ও ঝর্ণাদের বাসায় নিয়ে আটক করে। এ সময় ওই নারীরা বিভিন্ন অশালীন ভঙ্গিতে রাজুকে জড়িয়ে ধরে ছবি তুলে তার পরিবার এবং ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা লুটে নেয়।
