কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা পালিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে।
‘বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’- এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা উদয় হোসেন মিল্টন প্রমুখ।
