শ্রীপুরে মানসিক অসুস্থ ছেলের হাতে মা খুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। নিহত রেহেনা আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিল। এ সময় ছেলে ইয়াসীন আরাফাত তার মা’র কাছে একটি ধারালো দা চায়। কেন দা চায় এ কথা মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে গাছ থেকে ডাব পেড়ে খাবে। তাকে মা দা এনে দিয়ে ধান শুকানোর কাজে লেগে যায়। এ সময় ছেলে ইয়াসীন পেছন দিক থেকে তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দিলে রেহেনা খাতুন মাটিতে পড়ে যায়। সে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা’কে খুন করে।
শ্রীপুর থানার ওসি জানান, অভিযুক্ত ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীপুরে মানসিক অসুস্থ ছেলের হাতে মা খুন
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। নিহত রেহেনা আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিল। এ সময় ছেলে ইয়াসীন আরাফাত তার মা’র কাছে একটি ধারালো দা চায়। কেন দা চায় এ কথা মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে গাছ থেকে ডাব পেড়ে খাবে। তাকে মা দা এনে দিয়ে ধান শুকানোর কাজে লেগে যায়। এ সময় ছেলে ইয়াসীন পেছন দিক থেকে তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দিলে রেহেনা খাতুন মাটিতে পড়ে যায়। সে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা’কে খুন করে।
শ্রীপুর থানার ওসি জানান, অভিযুক্ত ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।