চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর বিষয়ে অনুসন্ধানে দুদক
অর্থ পাচারের অভিযোগে
যুগান্তর রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনসার ভিডিপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আনসার ও ভিডিপির সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জাল-জালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ দুদকের কাছে রয়েছে বলে জানা যায়। অভিযোগে বলা হয়, তিনি তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন। সম্প্রতি এমন অভিযোগ পেয়ে তা যাচাই-বাছাই করে দুদকের উচ্চ পর্যায়ের টিম। এর পরে তা অনুমোদনের জন্য কমিশনে দেয়া হয়। পরে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনে সিদ্ধান্ত দেয়া হয় বলে সূত্র জানায়। একজন পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের ওই টিমে রয়েছেন আরও একজন উপ-পরিচালক। তারা বিভিন্ন দফতরে সাবেক সেনাকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর সম্পর্কে তথ্য চাইবেন বলে জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্থ পাচারের অভিযোগে
চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর বিষয়ে অনুসন্ধানে দুদক
ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনসার ভিডিপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আনসার ও ভিডিপির সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জাল-জালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ দুদকের কাছে রয়েছে বলে জানা যায়। অভিযোগে বলা হয়, তিনি তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন। সম্প্রতি এমন অভিযোগ পেয়ে তা যাচাই-বাছাই করে দুদকের উচ্চ পর্যায়ের টিম। এর পরে তা অনুমোদনের জন্য কমিশনে দেয়া হয়। পরে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনে সিদ্ধান্ত দেয়া হয় বলে সূত্র জানায়। একজন পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের ওই টিমে রয়েছেন আরও একজন উপ-পরিচালক। তারা বিভিন্ন দফতরে সাবেক সেনাকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর সম্পর্কে তথ্য চাইবেন বলে জানা গেছে।