ভালুকায় পেপার মেশিনে পিষ্ট হয়ে শ্রমিক নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকায় পেপার্স মিলের মেশিনে পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ছোট কাশর গ্রামের ভূঁইয়া পেপার্স মিল কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মেহেদী হাসান (২০) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান চলতি মাসের ৭ তারিখে ওই পেপার মিলে চাকরিতে যোগ দেন। সোমবার ভোরে কোনো এক সময় কাগজের ব্যারেলের ওপর মেহেদী হাসান ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় কাগজের ব্যারেলের সঙ্গে চলমান বেল্ডের ওপর দিয়ে মেশিনের ভেতরে ঢুকে পড়লে মেশিনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সকালে শ্রমিকরা এসে মেহেদীর লাশ কাগজের ময়লার সঙ্গে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন ও ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গত বছরও ওই কারখানায় এভাবে মেশিনে পিষ্ট হয়ে আরও এক শ্রমিক নিহত হন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম ভূঁইয়া বলেন, আমি ঢাকায় আছি, আমাকে পাঠানো সিসিটিভি ফুটেজে যা দেখেছি কাগজের সঙ্গে ছেলেটি মেশিনের ভেতরে ঢুকে পড়ে মারা যায়।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, আমি ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যায়, এটি একটি দুর্ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
