সিসি ক্যামেরার আওতায় পূবাইল থানা
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ও রাজনৈতিক সহিংসতা, মাদক, জঙ্গিবাদ ও অপরাধ কর্মকাণ্ড রোধে পূবাইল মেট্রোপলিটন থানায় প্রায় ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে মিরেরবাজার পূবাইল থানা মিলনায়তনে থানার চারটি ওয়ার্ডে স্থাপিত সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের এমপি ও সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। জানা যায়, পূবাইল থানার ৪৭ বর্গ কিলোমিটার আয়তনের ১২ কিলোমিটার মহাসড়কে ১০০ সিসি ক্যামেরার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জিএমপি কমিশনার বলেন, ‘অনেক সময় সুনির্দিষ্ট চিহ্নিতকরণের অভাবে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। সিসি ক্যামরা স্থাপনে অপরাধীকে যেমন চিহ্নিত করা যাবে, তেমনি এলাকায় অপরাধপ্রবণতা রোধ হবে।’
জিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতুল্লা খান, সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আহসান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সিসি ক্যামেরা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক জিএমপির উপ-পুলিশ কমিশনার ক্রাইম মোহাম্মদ ইলতুৎ মিশ, আহ্বায়ক ও সিসি ক্যামেরা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, লতা হারবাল বিডির চেয়ারম্যান, আইয়ুব আলী ফাহিম, পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া, গাজীপুর মহানগর আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন প্রমুখ।
