Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভাটারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভাটারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

রাজধানীর ভাটারায় তানিয়া আক্তার আঁখি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বামীর দাবি, আঁখি ভবনের ৯ তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন। আর স্বজনদের দাবি তাকে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী তালহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভাটারা থানা পুলিশ। নিহত আঁখির চাচা রহিম আহমেদ আকাশ রোববার রাতে যুগান্তরকে বলেন, প্রায় ১০ বছর আগে তালহার সঙ্গে আঁখির বিয়ে হয়। আঁখিকে নিয়ে তার স্বামী ভাটারার একটি আবাসিক এলাকায় আই ব্লকে একটি বাড়ির ৮ তলায় থাকত। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তালহা তাকে নির্যাতন করত। এ নিয়ে বেশ কয়েকবার বিচার-সালিশও হয়েছে। রোববার রাত ৮টার দিকে স্বজনরা খবর পান আঁখি মারা গেছে। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ শহিদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। তাদের অভিযোগ আঁখির লাশ তাদেরকে দেখতে দেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চেয়ে একাধিকবার ফোন দেওয়া হলেও ভাটারা থানার ওসিকে ফোনে পাওয়া যায়নি। ডিউটি অফিসার এসআই পারভেজ বলেন, আমি যতটুকু শুনেছি ওই নারী বাসার ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। এসআই মোহাম্মদ আলী সৈকত ঘটনাস্থলে গেছেন, তিনি বিস্তারিত বলতে পারবেন। যোগাযোগ করা হলে এসআই মোহাম্মদ আলী সৈকত বলেন, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, পুলিশ সদর দফতর থেকেও ফোন দিচ্ছে। আমি আপনার সঙ্গে পরে কথা বলি। এরপর আর ফোনে পাওয়া যায়নি তাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম