ঢাবি শিক্ষার্থী আকরামের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আকরামুল কবির আকরামের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাবি ক্যাম্পাসে ঘুরতে আসা কলেজ পড়ুয়া কয়েক শিক্ষার্থী এই অভিযোগ জানান। রোববার বিকালে সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের এই কর্মী কয়েকজন কিশোর ও বিশ্ববিদ্যালয় এলাকার কর্মচারীদের সঙ্গে কলেজ পড়ুয়া পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে।
ছিনতাইয়ের শিকার বিএএফ শাহীন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী সিয়াম বিন হাসান জানান, শহিদ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে থেকে আকরাম ও তার কয়েক সহযোগী আমাদেরকে উদ্যানের মুক্তমঞ্চে ডেকে নিয়ে যায়। এরপর আমাদের মাদকসহ পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে চারটি মোবাইল ও টাকা নিয়ে যায়। এরপর আমরা আকুতি জানালে তিনটি মোবাইল ফেরত দিলেও একটি আই-ফোন ও টাকা রেখে দেয়।
অভিযোগের বিষয়ে আকরামের তিন সহযোগী ইয়ামিন সুলতান, হাসিবুল বাসার হাসিব ও সোহাইন হোসাইন তানভীর অভিযোগের সত্যতা স্বীকার করলেও আকরামুল কবির আকরাম বিষয়টি অস্বীকার করে।
এদিকে এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে শাহবাগ থানা পুলিশ আটক করে নিয়ে যায়। শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ যুগান্তরকে বলেন, তাকে থানা হেফাজতে রাখা য়েছে। অভিযোগ ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
