প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে ছুরিকাঘাত
ডেমরা প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারমিন আক্তার নামের এক কিশোরীকে পেটে ছুরিকাঘাত করেছে এক বখাটে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই বখাটে রেদুয়ানকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেদুয়ান শেরপুরের নালিতাবাড়ী থানার মো. মজিবুর রহমানের ছেলে। বর্তমানে ডেমরার পশ্চিমবক্সনগর এলাকার মহাসিন ভাণ্ডারির বাড়িতে ভাড়া থাকে। এ ঘটনায় ভিকটিমের বাবা রাজমিস্ত্রি আব্দুল মান্নাফ ডেমরা থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, গার্মেন্টে যাওয়া-আসার পথে শারমিনকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত একই বাড়ির ভাড়াটিয়া রেদুয়ান। কিন্তু শারমিন বরাবরই তা প্রত্যাখ্যান করে। এতে রেদুয়ান ক্ষুব্ধ হয়ে শনিবার বিকালে মেয়েটির ঘরে ঢুকে তার পেটের ডান পাশে ছুরি বসিয়ে দেয়। শারমিনকে গুরুতর অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রেদুয়ান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
