বগুড়ায় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে এমপি সিরাজকে বাধা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ছাত্রলীগের বাধার মুখে পড়েন সদর আসনে বিএনপির সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ ও নেতাকর্মীরা। রোববার সকাল ৯টার দিকে শহরের শহিদ খোকন পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহিদ খোকন পার্কের শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় শহিদ মিনারে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে আক্রমণ করতে উদ্যত হয়। উদ্ভূত পরিস্থিতিতে গোলাম মোহাম্মদ সিরাজ পাশে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে বিএনপি নেতৃবৃন্দকে দলীয় কার্যালয়ে পৌঁছে দেয় পুলিশ। জানতে চাইলে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, নেতাকর্মীরা শহিদ মিনারে দলীয় স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সরকারকে কটূক্তি করে সোগান দেন। এ কারণে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি দেখে এমপি ও তার লোকজন সটকে পড়েন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ধাওয়া করে। তখন নেতাকর্মীরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এই ঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
