Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আতিকুর রহমান আতিক নামের এক পোলট্রি ফার্ম ব্যবসায়ীর বসতবাড়িতে স্থানীয় কলি বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আতিকুর রহমান আতিক জানান, বসতবাড়ির পাশেই তার একটি পোলট্রি ফার্ম রয়েছে। সকাল ১০টার দিকে ওই পোলট্রি ফার্মে কাজ করছিলেন আতিকুর রহমান আতিক। এ সময় স্থানীয় গোলাম রসুল কলি বাহিনীর সদস্য ও চরপাড়া এলাকার সন্ত্রাসী নাসির মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে আতিকের বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায় সন্ত্রাসীরা রামদা দিয়ে বাড়ির গেট ও জানালা কোপাতে থাকে। পরে তিনিসহ স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। তিনি জানান, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইলাম রফিক তার আÍীয়। আর মেয়রের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির রাজনৈতিক বিরোধ রয়েছে। আর ওই বিরোধকে কেন্দ্র করেই কলি বাহিনীর সন্ত্রাসীরা দিনদুপুরে তার বাড়িতে এ ধরনের হামলা ও ভাঙচুর করেছে।

এ ব্যাপারে গোলাম রসুল কলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক না। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম