আড়াইহাজারে পুলিশের ওপর হামলা
আহত ৩
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইাহাজারে ওয়ারেন্টের আসামি ধরতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সজীব, শাহীন মিয়া, আজিজুল, মাসুদ ও শাহাবুদ্দিন।
এএসআই হালিম জানান, রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাঁচরুখীতে পথে তিনজনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদকসহ একটি বাক্স ফেলে দৌড় দেয়। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। বাস থেকে নেমে লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন- আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল নাজমুল, আমান উল্লাহ।
আড়াইহাজার থানার নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
