বন্দরে তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মো. শাওন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের জাঙ্গাল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাওন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার উত্তর রাজিবপুর এলাকার মো. আলম মিয়ার ছেলে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর মো. সুজন আহম্মেদ বলেন, ওই শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
