অবহেলায় অহনার মৃত্যুর ঘটনায় মামলার রায় আজ
jugantor
অবহেলায় অহনার মৃত্যুর ঘটনায় মামলার রায় আজ

  যুগান্তর প্রতিবেদন  

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ছোট্ট শিশু অহনার মৃত্যুর ঘটনায় করা মামলার রায় হতে যাচ্ছে আজ। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা ছয় বছরে নিু আদালত হয়ে উচ্চ আদালতে গড়ায়। একমাস শুনানি শেষে আদালত মামলাটির রায় দিতে যাচ্ছে। ২০১৪ সালে সাড়ে চার বছরের শিশু মির্জা অরুনিমা শাহপার অহনার মৃত্যু হয়। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার খান খালিদ আদনান জানান, বিচারপতি একেএম আবদুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৩ ফেব্র“য়ারি (মঙ্গলবার) মামলাটির রায় প্রদানের দিন ধার্য করেন। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত অহনা ২০১৪ সালের ২৩ আগস্ট মারা যায়। তার চিকিৎসায় সর্বাÍক চেষ্টা করে পরিবার। এর আগে ২০১৩ সালের ১৫ আগস্ট রাজধানীর স্কয়ার হাসপাতালে অহনার ভিপি শান্ট অপারেশন করা হয়। তবে তার চিকিৎসার অগ্রগতি না দেখে ১৭ আগস্ট তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের সামিতিভেজ শ্রীনাকারিন চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রেখে তার সিটি স্ক্যান করে দুইটি ব্রেইন হেমোরেজের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার পরও অহনাকে বাঁচানো সম্ভব হয়নি। মির্জা শাহপার জলিল যুগান্তরকে বলেন, আমি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, চিকিৎসার প্রাথমিক পর্যায়ে অবহেলায়ই অহনার মৃত্যু হয়েছে।

অবহেলায় অহনার মৃত্যুর ঘটনায় মামলার রায় আজ

 যুগান্তর প্রতিবেদন 
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ছোট্ট শিশু অহনার মৃত্যুর ঘটনায় করা মামলার রায় হতে যাচ্ছে আজ। চিকিৎসকের অবহেলায় তার মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা ছয় বছরে নিু আদালত হয়ে উচ্চ আদালতে গড়ায়। একমাস শুনানি শেষে আদালত মামলাটির রায় দিতে যাচ্ছে। ২০১৪ সালে সাড়ে চার বছরের শিশু মির্জা অরুনিমা শাহপার অহনার মৃত্যু হয়। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার খান খালিদ আদনান জানান, বিচারপতি একেএম আবদুল হাকিম এবং বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৩ ফেব্র“য়ারি (মঙ্গলবার) মামলাটির রায় প্রদানের দিন ধার্য করেন। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত অহনা ২০১৪ সালের ২৩ আগস্ট মারা যায়। তার চিকিৎসায় সর্বাÍক চেষ্টা করে পরিবার। এর আগে ২০১৩ সালের ১৫ আগস্ট রাজধানীর স্কয়ার হাসপাতালে অহনার ভিপি শান্ট অপারেশন করা হয়। তবে তার চিকিৎসার অগ্রগতি না দেখে ১৭ আগস্ট তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের সামিতিভেজ শ্রীনাকারিন চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রেখে তার সিটি স্ক্যান করে দুইটি ব্রেইন হেমোরেজের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার পরও অহনাকে বাঁচানো সম্ভব হয়নি। মির্জা শাহপার জলিল যুগান্তরকে বলেন, আমি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, চিকিৎসার প্রাথমিক পর্যায়ে অবহেলায়ই অহনার মৃত্যু হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন