Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মার্চের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মহান স্বাধীনতার মাসের (মার্চের) প্রথম প্রহরে আলোর মিছিল, মোমবাতি প্রজ্বালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন তারা।

শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার বাসভবনের উদ্দেশে আলোর মিছিল করে। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্ছু, তানভীর শাকিল জয় এমপি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও মহানগরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম