উন্নয়নশীল দেশের স্বীকৃতির সুপারিশ
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া আনন্দ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা। রোববার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা স্ব-স্ব এলাকা থেকে আনন্দ মিছিল করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সংগঠনের আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এক বিবৃতিতে এ অভিনন্দন ও ধন্যবাদ জানান।
স্বেচ্ছাসেবক লীগ বিকাল সাড়ে ৫টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। ওয়ারী থানাধীন কাপ্তানবাজার ও যোগীনগর লেন এলাকায় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু।
ঢাবিতে আনন্দ মিছিল : ঢাবি প্রতিনিধি জানায়, ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শাহবাগ এলাকা ঘুরে টিএসসিতে এসে সমাবেশে মিলিত হয়।
