Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নয় সংগঠনের প্রশ্ন

মুশতাক আহমেদের মৃত্যু ‘উন্নয়ন’র কোন সূচক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ‘উন্নয়ন’র কোন সূচক? এমন প্রশ্ন করেছেন নয়টি বাম সংগঠনের নেতারা। এ মৃত্যুর তদন্ত ও বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনের নিঃশর্ত মুক্তি ও শাহবাগে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃত সাত ছাত্রের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ প্রশ্ন তোলা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংগঠনগুলো হলো- বাসদ (মার্কসবাদী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম), জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, বাসদ (মাহবুব) ও কমিউনিস্ট ইউনিয়ন। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান ও বাসদ (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন। সমাবেশের ফয়জুল হাকিম বলেন, রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এ মৃত্যুর দায় সরকারের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম