কাপাসিয়ায় জন্ম নিবন্ধন কার্ড
ডিজিটাল করার নামে বেশি টাকা নেওয়ার অভিযোগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদে ১৫০ টাকা নিয়ে জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. ইমদাদুল হক ও উদ্যোক্তা মো. মাসুদ আলম খানের বিরুদ্ধে। ২ জুন চাঁদপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বাসিন্দা তিলশুনিয়া মধ্যপাড়া গ্রামের রাবেয়া আক্তার জানান, তার মেয়ে জেরিন আক্তার জয়ার জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে উদ্যোক্তা মাসুদ আলম খানকে ১৫০ টাকা দিয়েছি। জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করার জন্য কাজাহাজি গ্রামের অকিল শীল জানান, তার মেয়ে স্বর্ণার ডিজিটাল কার্ড করতে ১৫০ টাকা দিতে হবে। নতুবা তার মেয়ে স্বর্ণার কার্ড ডিজিটাল করা সম্ভব হবে না। এ জন্যই টাকা দিতে বাধ্য হয়েছি। একই অভিযোগ করেছেন কোট বাজালীয়া গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে ওমাহানী। ধরপাড়া গ্রামের মতিন ফকির জানান, নিজের জন্য, মেয়ে রিমা আক্তার ও স্ত্রীর জন্য তিনটি জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে ৪৫০ টাকা দিয়েছি কারণ আমরা বুঝি না এবং জানি না টাকা না দিলে কার্ড ডিজিটাল হবে না।
চাঁদপুর ইউনিয়ন সচিব মো. ইমদাদুল হক জানান, জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করার জন্য সরকারিভাবে ৫০ টাকা অপরদিকে আমাদের অফিসের জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে।
ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. মাসুদ আলম খান জানান, ইউনিয়নে প্রায় ২৫ হাজার ভোটারের জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল হবে যার মধ্যে ২৫% কার্ড আমরা করেছি প্রত্যেকের কাছ থেকে আমি ১৫০ টাকা করে নিয়েছি। সরকারিভাবে ৫০ টাকা, অফিসের জন্য ৫০ টাকা এবং আমার জন্য ৫০ টাকা মোট ১৫০ টাকা নেয়ার সত্যতা অকপটে স্বীকার করেছেন। ১০নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান সরকার যুগান্তরকে জানান, বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, এখন আমি বলেছি একশ টাকার বেশি না নেওয়ার জন্য।
