Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাছায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

অসাধু কর্মকর্তাদের যোগসাজশ

Icon

এমআর নাসির, গাছা (গাজীপুর)

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ থেকে প্রতি মাসে বিলের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিতাস গ্যাসের কথিত ঠিকাদার ও দালাল চক্রের বিরুদ্ধে। এভাবে কথিত ঠিকাদারদের মধ্যে কেউ কেউ রাতারাতি অঢেল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগও স্থানীয়দের। চক্রটি মূল্যবান জাতীয় খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস লুট করে প্রতি মাসে সরকারকে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত করছে। ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করা হলেও তিতাস গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ও দালালদের মাধ্যমে মোটা অংকের নগদ নারায়ণের বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছেন এমনটি বলছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, তিতাস গ্যাসের কতিপয় ঠিকাদার ৭০ হাজার থেকে লাখ টাকার বিনিময়ে রাতের আঁধারে এসব অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন। এর পর এলাকার দালালদের মাধ্যমে প্রতিমাসে এসব অবৈধ গ্রাহকদের কাছ থেকে প্রচলিত সরকারি রেটে নিয়মিত ‘বিল’ আদায় করছেন। এতে একদিকে যেমন দেশের মূল্যবান খনিজ সম্পদের অপচয় হচ্ছে, তেমনি সরকার প্রতিমাসে বিপুল পরিমাণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তা আবার গোপনে পুনঃসংযোগ দেওয়া হয়।

অবৈধ সংযোগের কারণে অধিকাংশ রাইজারের গোড়া দিয়ে ফিস ফিস শব্দে গ্যাস নির্গত হতেও দেখা যায়। এতে এলাকায় গ্যাস লিকেজ হয়েও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। স্থানীয় কুনিয়া, বড় বাড়ী, চান্দরা, গাছা রোড, তারগাছ, দক্ষিণ খাইলকুর, বটতলা রোড, কলমেশ্বর, বাদে কলমেশ্বর, ছয়দানা মালেকের বাড়ি, হারিকেন, ভুসির মিল, পলাগাছ, শরীফপুর, ডেগেরচালা, ওঝারপাড়া, গুতিয়ারা, জাঝরসহ আশপাশের এলাকায় শত শত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, ঠিকাদার সোলায়মান মুন্সী ও তার ছেলে ফয়েজ, শরীফ, শামীম, কাজল, জয়নাল আবেদীন ও নাজমুল হোসেনের একটি সিন্ডিকেট রয়েছে। এরা পুরো এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এ বিষয়ে এদের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের একাধিক মামলাও রয়েছে। এমনকি ইতিপূর্বে এদের কয়েকজন গ্রেফতার হয়ে জেলও খেটেছে।

এ ব্যাপরে গাজীপুর জোনাল তিতাস গ্যাস অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহজাদা ফরাজী যুগান্তরকে বলেন, অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। কোনো ছাড় নয়। এলাকায় একটিও অবৈধ গ্যাস সংযোগ থাকবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম