পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার হয়নি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের হাত থেকে ছিনিয়ে নেওয়া আইফোন এখনো উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, তারা ফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে, রোববার সন্ধ্যায় এক ছিনতাইকারী তার আইফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ কাফরুল থানায় মামলা করেছেন।
কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, পরিকল্পনামন্ত্রী অফিস শেষ করে বিজয় সরণি হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি মোবাইল ব্রাউজ করছিলেন। এ সময় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি মামলা করা হয়েছে। মোবাইল ফোন সেট উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পনামন্ত্রী মঙ্গলবার একনেক বৈঠক শেষে সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণি সিগনালে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। গাড়ির গ্লাস খোলা ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
