Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার ইঙ্গিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের সঙ্গে তুলনা করলে জীবনযাত্রার দিক দিয়ে ভাসানচরের রোহিঙ্গা প্রকল্পটিকে বেশ ভালো মনে করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। রোহিঙ্গারা যাতে ভাসানচরে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশকে সহায়তা করা উচিত।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পর ব্রিফিংয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যক্রম পরিচালনাবিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এ মন্তব্য করেন।

ভাসানচরে জাতিসংঘ খুব শিগগির যুক্ত হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা সব সময় সরকারের সঙ্গে কাজ করি। কক্সবাজারে আছি। ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকব। আমরা শরণার্থীদের জন্য সহায়তা নিশ্চিত করব। চার দিনের সফরে রাউফ মাজাও ও জাতিসংঘের শরণার্থী সংস্থার সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস গত রোববার বাংলাদেশে আসেন। সফরের দ্বিতীয় দিনে গত সোমবার তারা ভাসানচরের পরিস্থিতি দেখতে যান।

রাউফ মাজাও বলেন, যারা (রোহিঙ্গা) এখন ভাসানচরে আছে, আর যারা যাবে, তারা যেন মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে এখন আমাদের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারকে সমর্থন দেওয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম