Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

৩৮তম বিসিএস

নন-ক্যাডার পদে ৭৮০ জনকে নিয়োগের সুপারিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৮তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ না পাওয়াদের মধ্য থেকে ৭৮০ জনকে নিয়োগের সুপারিশ করেছে। এসব প্রার্থী বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন পদে নিযুক্ত হবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তিনটি ক্যাটাগরিতে ৬৬১ জন আছে। সবমিলে ৩৯ ক্যাটাগরির ৭৮০টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করা হয়। বিস্তারিত ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা আছে এমন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে। ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে তারা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি। এই বিসিএসে এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদন করেছেন ৫ হাজার ৩২ জন। ইতোপূর্বে দুই দফায় নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য ৯৮৩ জনকে সুপারিশ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম