Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

৩ জুন স্মরণে প্রথমবার কর্মসূচি দিল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার দিন ৩ জুন স্মরণে প্রথমবার কর্মসূচি দিয়েছে বিএনপি। নেতারা জানান, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নতুনত্ব আনা হচ্ছে। মাঠের কর্মসূচির পাশাপাশি দলের প্রতিষ্ঠাতার কর্মকাণ্ড বর্তমান প্রজšে§র কাছে তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ জিয়াউর রহমানের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার দিনে ভার্চুয়াল আলোচনা সভার কর্মসূচি পালন করা হবে। বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৯৭৮ সালের ৩ জুন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সরাসরি ভোটে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম