জাতীয় কারিগরি পরামর্শক কমিটি
বিধিনিষেধ শিথিলে উদ্বেগ, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস ঠেকাতে চলা কঠোর বিধিনিষেধ শিথিল এবং তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এতে আবারও সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে অর্থনীতি আরও বেশি হুমকিতে পড়বে বলে মনে করে কমিটি। এ কারণে কমিটি সরকারের গৃহীত সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে।
বৃহস্পতিবার রাত ৯টায় কমিটির ৪৪তম অনলাইন সভায় এই সুপারিশ করা হয়। এতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, বিধিনিষেধ শিথিলে সরকার কিছুটা তাড়াহুড়া করছে। লকডাউন আরও ১-২ সপ্তাহ চলমান থাকলে পুরোপুরি সুফল পাওয়া যেত। সভায় সারা দেশে কোভিড-১৯ এর সংক্রমণ পরিস্থিতি ও এর নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির সদস্যরা মনে করেন, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের লকডাউন কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি।
এ অবস্থায় ন্যূনতম সভা/সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন/বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ইত্যাদি আরও কিছুদিন বন্ধ রাখা, রেস্টুরেন্ট/ক্যাফেটেরিয়াতে বসে খাওয়ার ব্যবস্থা না রেখে কেবলমাত্র বিক্রি করার অনুমতি দেওয়া, সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চলাচল, যে ক্ষেত্রে সম্ভব বাড়িতে বসে কাজ করা ও অনলাইন সভা/কর্মশালা/প্রশিক্ষণের ব্যবস্থা রেখে অফিস খোলা রাখা, শতভাগ সঠিকভাবে তিন লেয়ার বিশিষ্ট মাস্ক পরার নিশ্চয়তায় অফিস, আদালত, ব্যাংক, দোকানপাট, বাজার খোলার সুপারিশ করে কমিটি। এছাড়া সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর জোর দেয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সভায় সরকারের টিকা কার্যক্রম বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সদ্য সমাপ্ত ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে এক সপ্তাহে ৫০ লক্ষাধিক মানুষকে টিকা দেওয়ায় স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস/বিডিএস কোর্সের ২য় বর্ষ ও পঞ্চম বর্ষ/শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছিল।
সভায় এ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। ইতোমধ্যে এসব ছাত্র/ছাত্রীকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরুর পক্ষে কমিটি মত দিয়েছে।
এছাড়া তিন লেয়ারের সঠিক মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও সভায় উল্লেখ করা হয়।
