Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সরকারি চাকরিতে বয়স স্থায়ীভাবে ৩২ করার দাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানিয়েছে একদল চাকরিপ্রত্যাশী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজিয়া মুন, তানভির হোসেন, মানিক রিপন ও ওমর ফারুক। লিখিত বক্তব্যে মারজিয়া মুন বলেন, আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি ছিল-বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির উপহার হিসাবে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করা হোক। এ দাবি বাস্তবায়ন করা হলে সবাই তাদের হারিয়ে যাওয়া ২ বছর ফিরে পাবে। চাকরিপ্রত্যাশীরা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই দাবিকে কেন্দ্র করে ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম’র ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এই দাবিতে ইতোমধ্যে তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি ও খোলা চিঠি দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি না মানলে ২১ তারিখের পর লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম