Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালীর লেভেল ক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৫০। শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

কাফরুল থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ওই এলাকায় তিনি বেশ কিছুদিন ধরে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। তার পরনে ছিল হাফপ্যান্ট ও জামা। নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশের ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম