Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পুরান ঢাকায় ৬ তলা থেকে পড়ে ডেঙ্গি রোগীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে পড়ে বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান (১৭) নামের এক কিশোর মারা গেছে। ডেঙ্গিজ্বরে আক্রান্ত হাবিবুরকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। হাবিবুর রাজধানীর বনশ্রী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। হাবিবুরের ভাই সোহাগ সাংবাদিকদের বলেন, তিনি রাত ৯টার দিকে হোটেলে খাবার কিনতে যান। তখন হাবিবুর ওয়ার্ডের বিছানায় শোয়া ছিল। খাবার নিয়ে ওয়ার্ডে ফেরার পরে অন্য রোগীর স্বজনদের হইচই দেখতে পান। এ সময় তিনি জানতে পারেন তার ভাই বারান্দা থেকে নিচে পড়ে গেছে। এ সময় দৌড়ে নিচে নেমে ছোট ভাইকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। অন্যদের সহায়তায় হাবিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ বলেন, দুর্বল থাকায় হাবিবুর মাথা ঘুরে নিচে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সে রাজধানীর মাদারটেক থাকত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম