আওয়ামী লীগই টিকা নিয়ে অপরাজনীতি করছে: মির্জা ফখরুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতির আশ্রয় নিয়ে সরকার বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়া সম্ভাবনা নষ্ট করেছে। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আবার তাদের চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যেও ফেলছে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মির্জা ফখরুল আরও বলেন, সরকারের হিসাবে দুই ডোজ টিকা পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। এক কোটি ৫৩ লাখ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। টিকা নিয়ে এ প্রতারণা অপরাধের শামিল। গোটা জনগোষ্ঠীকে টিকা দিতে প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অক্ষুণ্ন রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় ডেল্টা করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল করা হয়েছে। এ ছাড়া দুদিন পর ১৯ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
