অপহরণের ৮ দিন পর শিশু উদ্ধার
গ্রেফতার ৫
যুগান্তর প্রতিবেদন ও দনিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অপহরণের আট দিন পর দুই বছর আট মাস বয়সি শিশু ওমর ফারুককে উদ্ধার করেছে রাজধানীর কদমতলী থানা পুলিশ। মানিকগঞ্জের ঘিওর থানা এলাকা থেকে শুক্রবার ওই শিশুকে উদ্ধার করা হয়। এদিকে অপহরণে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো আলীম (২৫), সজীব চন্দ্র দাস (২৫), শ্যামা মনি দাস (২৮), বাবুল সরকার (৫৫) ও মিনুকা রানী (৪৫)। ৫ আগস্ট সকালে ওমর ফারুককে কদমতলী থানার নামাশ্যামপুর শহিদ মুক্তার হোসেন রোডের বাসা থেকে অপহরণ করা হয়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে কদমতলী থানায় অভিযোগ করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
এ বিষয়ে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ বলেন, মামলার পর থেকে শ্যামপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশার শাহ আলমের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে।
